ওয়াল ভেদ করে রাস্তা খুঁজে বেড়াই
মেঘ ভেদ করে সূর্য খুঁজে বেড়াই
বিল্ডিং এর দেয়াল ভেদ করে ওই ফ্ল্যাটের মেয়েকে খুজে বেড়াই
হাড়ি ভেদ করে ভাত খুঁজে বেড়াই
পুকুরের পানি ভেদ করে মাছ খুঁজে বেড়াই
হার্ডডিস্ক ভেদ করে ফাইল খুঁজে বেড়াই
শার্ট ভেদ করে প্যান্ট খুঁজে বেড়াই
ভাই এইবার থামেন , আর ভেদ কইরেন না
চিপসের প্যকেট ভেদ করে বাতাস খুজে বেড়াই
আকাশ ভেদ করে বাতাস খুঁজে বেড়াই
মেলার শত লোকের ভিড়ে তোমাকে খুঁজে বেড়াই
সাগর ভেদ করে নদীকে খুঁজে বেড়াই
পরমাণুকে ভেদ করে অণুকে খুঁজে বেড়াই
জাহাজে করে আমি ডিঙ্গি খুঁজে বেড়াই
প্লেনে চরে মাটি খুজে বেড়াই
পাঞ্জাবী পরে আমি লুঙ্গি খুঁজে বেড়াই
গোসলের পরে গামছা খুজে বেড়াই
দৌড়ানো ভেদ করে আমি হাটা খুঁজে বেড়াই
স্বপ্ন ভেদ করে আমি ঘুম খুঁজে বেড়াই
ভাত ভেদ করে চাল খুজে বেড়াই
ঘুমের মাঝে আমি উষ্ণতা খুঁজে বেড়াই
মশারী ভেদ করে আমি মশা খুঁজে বেড়াই
সোমবার ভেদ করে আমি শনিবার খুঁজে বেড়াই
উষ্ণতা ভেদ করে তোমাকে খুজে বেরাই
বসন্ত ভেদ করে আমি শীত খুঁজে বেড়াই
বর্ষা ভেদ করে শুষ্কতা খুঁজে বেড়াই
গরম ভেদ করে ঠান্ডা খুজে বেরাই
কাল চুল ভেদ করে উকুন খুঁজে বেড়াই
সৈকত ভেদ করে সাগর খুজে বেরাই
বর্ষাকে ভেদ করে আমি জলিলকে খুঁজে বেড়াই
পাহাড়ের চুড়া ভেদ করে হ্রদ খুঁজে বেড়াই
আমি দক্ষিণের জানালয় উত্তরের বাতাস খুঁজে বেড়াই
সমুদ্রের অতল গহবর ভেদ করে আগ্নেয়গিরি খুঁজে বেড়াই
হ্রদ ভেদ করে নীল সৌন্দর্য খুজে বেরাই
আমি সীমার মাঝে অসীমকে খুঁজে বেড়াই
মরুভূমি ভেদ করে গিরিখাত খুঁজে বেড়াই
আমাকে ভেদ করে তোমাকে খুজে বেরাই
মহাশুন্য ভেদ করে এন্ড্রোমিডা খুজে বেরাই
আমি ঢাকার আকাশে চট্টগ্রামের চাঁদকে খুঁজে বেড়াই
ঝোপঝাড় জঙ্গল ভেদ করে পরিচ্ছন্নতা খুঁজে বেড়াই
ব্লাকহোল ভেদ করে আমি শুভ্রতা খুঁজে বেড়াই
আমি আলু তরকারীতে পটল খুঁজে বেড়াই
প্যারাসিটামল ভেদ করে সর্দিজ্বর খুঁজে বেড়াই
গোলাপের পাপড়ি ভেদ করে আমি কাঁটা খুঁজে বেড়াই
আমি কাকের মাঝে কোকিলের সৌন্দর্য খুঁজে বেড়াই
মৌবন ভেদ করে আমি মৈমাছি খুঁজে বেড়াই
পার্সপোর্ট অফিসে আমি ভিসা খুঁজে বেড়াই
রজনীগন্ধার সুবাস ভেদ করে তোমাকে খুঁজে বেড়াই
হুমায়ন এর লেখার মাঝে আমি জাফর ইকবালকে খুঁজে বেড়াই
সাগের নীল ভেদ করে সূর্যের লাল খুজে বেরাই
তারুণ্যের উচ্ছ্বাস ভেদ করে কৈশোর খুঁজে বেড়াই
ভাবনার মাঝে আমি নির্ভাবনা খুঁজে বেড়াই
ব্যস্ততার মাঝে আমি নির্লিপ্ততা খুঁজে বেড়াই
বইয়ের পৃষ্ঠা ভেদ করে মলাট খুঁজে বেড়াই
রসায়ন ভেদ করে পদার্থ খুজে বেরাই
কীবোর্ড ভেদ করে আমি মাউস খুঁজে বেড়াই
আমি শালীনতাকে দূরে ঠেলে অশালীনতা খুঁজে বেড়াই
সন্ধ্যাতারা ভেদ করে তোমার সকালস্নাত চোখ খুঁজে বেড়াই
দাড়ি ভেদ করে গোফ খুজে বেরাই
তুমি আমার, তাই আমার সবকিছুতে শুধু তোমাকে খুঁজে বেড়াই
তোমাকে ভেদ করে সবকিছু খুজে বেরাই
আমি তোমার মুখে বানরের সৌন্দর্য খুঁজে বেড়াই
দিবাকে ভেদ করে কর খুজে বেরাই
মানিব্যগ ভেদ করে এটিএম কার্ড খুজে বেরাই
এটিএম কার্ড ভেদ করে টাকা খুঁজে বেড়াই
মরূ ভেদ করে দিগন্ত খুজে বেরাই
টাকার মাঝে আমি তোমার নম্বর খুঁজে বেড়াই
টাক মাথায় আমি চুল খুঁজে বেড়াই
পত্রিকা ভেদ করে পাত্রী চাই খুজে বেরাই
আমি মরুভূমিতে ঘোড়ার ডিম খুঁজে বেড়াই
টিউশনি ভেদ করে ছাত্রী খুজে বেরাই
এতক্ষণ খোঁজাখুঁজির পর ফল মনে হয় শূন্য…
বৃথা কষ্ট…কেউ কিছু পায়নাই…
উপরের এই প্রায় কবিতাটি, প্রখ্যাত ছড়াকার দিবাকর দাস এর নিম্নোক্ত ফেসবুক স্ট্যাটাস অবলম্বনে লিখা, আর সার্বক্ষনিক সহায়তায় ছিলেন ফকির দিপল শাহ।
ভালবাসি আমি স্থিতির মাঝে গতিশীলতা
ভালবাসি আমি উদাসীনতার মাঝে কঠোরতা
অন্ধকারকে ভেদ আমি করে আলো খুঁজে বেড়াই
আমার মাঝে আমি আমার স্বপ্নের পৃথিবী সাজাই