"We human being, always find a solution, maybe not today, but if you really want to solve a problem, there’s always a way" – Ma Yun @ Stanford, 2013

A slice of fall color with lot’s of adventure

by Md Imran Hasan Hira

It was supposed to be a half hour cycling, then it turned out to a whole day hiking. Photocredit of the pictures that I’m in, goes to self-timer :p

একটু আশেপাশে ঘুরব বলে সাইকেল নিয়ে সকালবেলা বের হয়েছিলাম। কিন্তু ঘুরতে ঘুরতে পার্কে ঢুকে, পথ হারিয়ে, বন-জঙ্গল পেরিয়ে, পাহাড়-পর্বত মারিয়ে, মরুভূমি-সমুদ্র পর্যন্ত যে সারাদিন চলে যাবে ভাবিনি :p

Zuid-Kennemerland National Park জায়গাটা বেশ সুন্দর। পার্কের ভিতরে হাটা’র জন্য রাস্তা আছে, এমনকি ঘোড়ার চলার জন্য আলাদা ট্রেইলও আছে। তবে একেবারে পথ ছেড়ে বনের মধ্যে হারিয়ে যাওয়া, সাইকেল নিয়ে জংগলের মধ্যে দৌড়ানো, হুট করে জঙ্গলের মধ্যে লেক এর আবির্ভাব, সাইকেল ঠেলে পাহাড়(!) পেরোনো, শিংওয়ালা হরিণের সামনে পরা, সারাদিন না খেয়ে থেকে হাঁপানো, তারপর বন থেকে বের হয়ে হঠাত করে সামনে সমুদ্র পেয়ে যাওয়া, সেখানে আইসক্রিম দিয়ে লাঞ্চ করা, ব্যাপারটা খারাপ না 🙂

 

Error fetching Flickr photos: XML or PCRE extensions not loaded!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme by Ali Han | Copyright 2025 Md Imran Hasan Hira | Powered by WordPress