দুয়ার বন্ধ করে কি লাভ বল?
ভিতরে আসতে দাও।
আজ আমি আসবই, আমার জন্য কফি বানাও।
নতুন কেনা কফি মেকারটা চালু কর।
কফির ক্যাপস্যুলটা বসানো আছে তো ঠিকমত?
ওহ, ক্যাপসুল তো এখনও এসে পৌঁছায়নি।
কোনটা যেন অর্ডার দিয়েছিলে, ক্যাপুচিনো ফ্লেভার ?
আচ্ছা, কফি থাক –
আজকে না হয় অপেক্ষাই পান করব,
দরজায় কড়া নাড়ার শব্দ হবে।
জানি, ওপাশেই দাড়িয়ে আছ তুমি,
কান পেতে শুনছ, এমনভাবে
যেন কপাটের ফাঁক দিয়ে ফু দিলে,
সুড়সুড়িটা তোমার কানেই লাগবে।
নক নক নক, শুনতে পাচ্ছনা?
কি হল, এভাবেই দাঁড়িয়ে থাকবে!
আচ্ছা, কালকে রাতে যে ট্র্যাকটা নামিয়েছিলে,
ওটা বাজাও না। আজ বরং গান শুনব,
আর তোমায় নিয়ে হারিয়ে যাব, ছন্দের তালে।
এই নিস্তব্ধতার বাঁধায় আমাকে আটকে রাখতে পারবে না।
তোমার ভালবাসার টানে আমি পেরিয়ে আসব আজ,
তোমার মান ভাঙ্গাবো, দেখি
কত অভিমান তোমার মনে।
আজ দুজনে চলে যাব অনেক গভীরে,
আসছি আমি ||
Leave a Reply