"We human being, always find a solution, maybe not today, but if you really want to solve a problem, there’s always a way" – Ma Yun @ Stanford, 2013
Monthly Archives: September 2016

অকারণ প্রশ্ন

by Md Imran Hasan Hira

১। মানুষ অসুস্থ রোগী দেখতে যাওয়ার সময় ঘাস পাতা না কিনে ফল কেন কিনে ?
২। একজনের দোতলা একটা বাড়ি থাকার পরেও আরেকটা বাড়ি কেন বানায় ? ছেলেমেয়েদের নিজস্ব উন্নতি নিশ্চিত না করে কেন তাদের ভবিষ্যতের থাকার কথা চিন্তা করে ?
৩। দুধের মধ্যে কি খালি পুষ্টিই আছে নাকি অন্য কোন কারণে মানুষ মনে করে এইটা সেরা খাবার ?
৪। আমরা কেন ছেলে মেয়েদের বলি পড়াশুনা করে অনেক বড় হতে হবে ? অনেক বড় না হলে কি হবে ?
৫। সোনা আর হীরা দুইটাই বছরের পর বছর টিকে জানার পরেও মানুষ কেন বেশি টাকা দিয়ে হীরার আংটি কিনে ?
৬। মানুষের ভিতরে দৌড় প্রতিযোগিতা কবে থেকে শুরু হল ? কিভাবে তারা এটা চিন্তা করল যে কয়েকজন মিলে একসাথে একটা জিনিস শুরু করবে আর যে আগে শেষ করতে পারবে সেই জিতবে ? এটা কি শুধুই খেলা নাকি শক্তি পরীক্ষা নাকি অন্য কিছু ?


Theme by Ali Han | Copyright 2025 Md Imran Hasan Hira | Powered by WordPress