"We human being, always find a solution, maybe not today, but if you really want to solve a problem, there’s always a way" – Ma Yun @ Stanford, 2013

ভেরেণ্ডা ভাজি

by Md Imran Hasan Hira

: আসসালামু আলাইকুম
:
ওয়ালাইকুম আস সালাম, কেমন আছেন ?
:
আলহামদুলিল্লাহ ভাল। তোমার কি খবর ?
:
খবর ভালই। সারাদিন ধরে ভেরেণ্ডা ভাজলাম। এখন সেটা দিয়ে কি করব ভাবতেছি।
:
টেস্ট কেমন হইছে ? ভাল হইলে বাসায় নিয়ে এসো
:
হাহা
:
কি, আসতেছ?
:
নাহ, ভেরেণ্ডা এতই মজা হইছে যে নিজেই সব খেয়ে ফেলছি। আমি আবার খুব ভাল রান্না পারি, জানেনই তো।
:
ইয়েস, এটাই বলবা ভাবছিলাম।
:
মানে, এতই ভাল রান্না পারি যে, কাউকে দাওয়াত দেবার দুঃসাহস হয়নাই এখনও :p
:
হুম জানলাম, কাল কি রান্না করবা ?
:
কালকে তো অফিস খোলা, দুপুরে আমার জন্য স্পেশাল রান্না আছে। CEO কে বলে রেখেছিলাম, বোয়াল মাছের ঝোল, আর করল্লা ভাজি। সাথে ডাল, আর ডিমভর্তা।
: Guest
হিসাবে যাওয়া যাবে? করল্লা খুব প্রিয় খাবার কিনা।
:
অবশ্যই যাওয়া যাবে। চলে আসেন কালকে।
: আইটেম গুলা ঠিক থাকবে তো ?
: বাবুর্চি কে বলে রাখব, যাতে করে একজনের জন্য বেশী বাজার করে রাখে।
: CEO কে বললে ভাল হতো মনে হয়
: হুম। এক কাজ করলে কেমন হয়, ভাইয়া কে CEO পোস্টে দাড় করিয়ে দেই :p ভাইয়ার জন্য তো এসব দুই আঙ্গুলের ব্যাপার। এক আঙ্গুল দিয়ে অফিস চালাবে, আর আরেক আঙ্গুল দিয়ে করল্লা ভাজি করতে ইশারা করবে 😀 😀 ব্যাস, ভাইয়াও খুশী, আমরাও মনে করেন পেটপুরে কিছু খেতে পারব 🙂
: ভেবে দেখি, তবে প্রস্তাবটি খারাপ না
: Ok, Deal!
: হুম তাইলে একদিন আসো চানাচুর মাখা খাইতে খাইতে আলাপ করা যাবে
: আচ্ছা, চলে আসব 🙂


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme by Ali Han | Copyright 2025 Md Imran Hasan Hira | Powered by WordPress