"We human being, always find a solution, maybe not today, but if you really want to solve a problem, there’s always a way" – Ma Yun @ Stanford, 2013
Monthly Archives: October 2017

টূম্পা কাহিনী

by Md Imran Hasan Hira

— সাইফাই গল্পের গুষ্টি কিলাই —

৩০১৭  সালের একদিন বিকাল বেলা। টুম্পাদের স্কুল ছুটি হয় বিকাল তিনটার সময়। টুম্পাদের এই স্কুলটা আজব একটা স্কুল। অবশ্য পৃথিবীর বাইরে এরকম স্কুল এটাই প্রথম।

প্রতিদিন পৃথিবী থেকে কয়েকটা সোলার সিস্টেম পেরিয়ে অন্য একটা গ্রহে গিয়ে ক্লাস করা একটু ঝামেলাই বটে। কিন্তু টূম্পার অভ্যাস হয়ে গেছে। এই স্কুলটাতে অনেক মজা আছে। টুম্পার বাসা থেকে স্কুলটা খুব কাছে। ওর বাসার দুই ব্লক সামনেই স্পেস শাটলের স্টেশন আছে। একটা স্পেস শাটলে উঠে কয়েক মিনিটেই সাই করে চলে আসা যায়। কয়েক আলোকবর্ষ দুরের গ্রহে এরকম দ্রুতগতিতে চলার ব্যাপারটা, এখন থেকে হাজার বছর আগে পুরাপুরি অবিশ্বাস্য ছিল। কিন্তু বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ যে কত এগিয়ে গেছে, সেটা এই স্পেস শাটলগুলো না দেখলে বুঝা যেত না।

পৃথিবী ছাড়াও আরও পনেরটা গ্রহ থেকে ছাত্র-ছাত্রীরা আসে এখানে ক্লাস করতে। অন্য যারা আসে, ওরাও বেশ মজার। মিটকিট গ্রহ থেকে দুইটা রোবট আসে ওদের সাথে পড়তে। পিটাপাস গ্রহ থেকে কয়েকজন আসে। এদের একজনের আবার তিনটা চোখ। এটা নিয়ে যদিও ওর অন্য বন্ধুরা হাসাহাসি করে, কিন্তু টূম্পা কখনও এগুলো নিয়ে হাসাহাসি করে না। কারন টূম্পা জানে যে পৃথিবী ছাড়াও অন্য গ্রহের যারা আছে, তাদের একেকজন একেক রকম হবে, এটাই স্বাভাবিক। এতে হাসির কিছু নেই। Read the rest of this entry »


Why does most people find Sun hot and Moon relaxing ?

by Md Imran Hasan Hira

Sun is definitely Hot. Yeah, it’s 40+ degree celsius in some places in summer. While that varies country to country, but most of the time Sun is the representation of Power ( spoiler: it’s a star ) . And on the other hand, Moon is the representation for tenderness, love, relaxation. Is it just because the Sun is a star and the Moon is a satellite ?

I think Star vs Satellite thing is kinda true. But there is something more. It just not the fact. There are history associated.

Back from human civilization, people work in days and take off at night. Well, at least that’s what “civilized people” now a days do. Days are good for working because there are lights :p Obvious fact. They also play games, work hard in the field, move houses…all these happen during daytime. So they started associating the energetic activities with the brightest thing, Sun.

And when people come back home after work, see the Moon on the sky, it’s kind of already relaxing from work and they enjoy the beauty with other charming activities i.e. moonlit dinner, rooftop gossiping, gossiping over the playground with the Moon over the sky, taking night bus journeys looking through the window to the Moon over cornfield…etc. All these activities are kind of soothing and makes a association.


Give me back the original tune

by Md Imran Hasan Hira

Have you ever had this feeling, where you listened a music and then all of a sudden you can’t find the original tone in that music?

So, I was listening a music from youtube for couple of days (yeah I fall looped). But one night I had a bad sleep and in the morning when the music is playing I just can’t recognize the original tone. It’s changed. I checked the url, it looks same, checked from my browsing history, it’s the same music. But somehow I just don’t recognize it as I heard the night ago.

I tried to listen it couple of times, but every time I hear it, I find it quite different. The beats are slow, the tone jumps are different. I search in youtube with same music and they all sound different. The main difference is that the new tune (possibly it’s just my perception) has extra layer of push on every ending beat for a line. And finding it not similar to the one I heard before, gives me a feeling that someone is mocking the music.


Theme by Ali Han | Copyright 2025 Md Imran Hasan Hira | Powered by WordPress