"We human being, always find a solution, maybe not today, but if you really want to solve a problem, there’s always a way" – Ma Yun @ Stanford, 2013
Monthly Archives: January 2018

Why do we study “Sociology” or “Government” in Engineering undergraduate course ?

by Md Imran Hasan Hira
কোন একটা কিছু কার কাছে কি কাজে আসছে, এটা নির্ভর করে তারা কি কাজ করতেছে তার উপর। আমি আমার ব্যাপারটা বলতে পারি।
 
আমি মূলত কাজ করি Software Development নিয়ে। আপাতত যে কোম্পানিতে কাজ করছি, সেখানে আমি “মানুষের” জন্য একটা Software বানাচ্ছি। “মানুষ” শব্দটা কোটেশন করে বললাম, কারন যেই সার্ভিসগুলো আমি বানাই, সেগুলো অনেক অনেক মানুষ ব্যবহার করে। আবার যারা ব্যবহার করতেছে, তারা যাতে আরও ভালভাবে সুবিধা পায় বা যাতে আরও বেশি বেশি মানুষ এটা ব্যবহার করে, সেজন্য নতুন নতুন ফিচার বানাতে হয়। Sociology’র কিছু জ্ঞান থাকার কারনে আমার টিমের একজন User Researcher যখন আমার কাছে একটা আইডিয়া নিয়ে এসে বলে এইটা ভাল কাজ করবে, তখন আমি তার কথা সহজে বুঝতে পারি। অথবা না বুঝতে পারলেও প্রশ্ন করতে পারি।
 

Read the rest of this entry »


Theme by Ali Han | Copyright 2025 Md Imran Hasan Hira | Powered by WordPress