"We human being, always find a solution, maybe not today, but if you really want to solve a problem, there’s always a way" – Ma Yun @ Stanford, 2013

বাসন্তী-ফুল

by Md Imran Hasan Hira

: কিরে, নিচের দিকে তাকিয়ে কি দেখিস?
: শাড়ির কুচি লম্বা হয়ে গেছে মনে হচ্ছে, একটু দেখে দাও তো ঠিক আছে কিনা।
: ভাল করে দাড়া, দেখি। কই, ঠিকই তো আছে। এই শাড়ি কার কাছ থেকে নিছিস?
: আম্মুর শাড়ি।
: আচলটা সুন্দর, আন্টির পছন্দ আছে। চল ওইদিকে যাই, পোলাপান আছে।
: আর কিচ্ছুক্ষণ বসি আপু, প্লিইইজ
: এইখানে কি পাইছস?
: রোদ পড়তেছে, ভালই তো লাগতেছে।

#বসন্ত_বাতাসে
#না_হয়_একটু_দেরীই_হল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme by Ali Han | Copyright 2025 Md Imran Hasan Hira | Powered by WordPress