– ভাই কষ্ট করে একটু লোকেশনটা অন রাখেন
– লোকেশন দিয়ে কি হবে, আমরা চৌধুরী পরিবারের লোক, আমাদের করোনা ধরেনা
সমস্যাঃ কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে, তার সংস্পর্শে যারা যারা এসেছে, তাদের খুঁজে বের করা এবং দরকার হলে কোয়ারান্টাইন করা।
প্রযুক্তি ও আচরনগত দিক থেকে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনাঃ
এখানে আসলে দুইটা সমস্যা –
A. ইউজারের লোকেশন ট্রাক করার প্রযুক্তি
B. মানুষজন যাতে লোকেশন ট্রাক করা বন্ধ করে না রাখে, এটা নিশ্চিত করা
#A সমাধান করা খুবই সহজ, ব্লুটুথ + জিপিএস + মোবাইল নেটওয়ার্ক অপারেটরের টাওয়ার। যদিও গ্রামেগঞ্জে সবার স্মার্টফোন নাই, বা শহরে সবাই ইন্টারনেট অন করে রাখেনা, তারপরও একটা মোবাইল আপ্লিকেশন বানিয়ে এটা কাভার করা যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, #B যদি না থাকে তাহলে সামগ্রিক চেষ্টাটাই বৃথা যাবে।
#B হচ্ছে পুরাই বিহ্যাভিওরাল + কালচারাল ব্যাপার। এবং এটা সমাধান করা মনে হচ্ছে চ্যালেঞ্জিং। কারন, একটা মানুষ করোনা ভাইরাস ব্যাপারটার ভয়াবহতা সব থেকে বেশী বুঝতে পারবে যখন সে নিজে/তার পরিবারের কেউ আক্রান্ত হবে। এখন আক্রান্ত হবার আগে তাকে যতই বুঝাই, “ভাই কষ্ট করে একটু লোকেশনটা অন রাখেন” , সে বলবে “আমরা চৌধুরী পরিবারের লোক, আমাদের করোনা ধরেনা”
এটাই প্রব্লেম। কেউ আক্রান্ত হবার দু সপ্তাহ আগের লোকেশন ডাটা লাগবে। তার মানে একটা মানুষ করোনাতে আক্রান্ত না হলেও, তাকে কি ধরনের Reward Mechanism এ ফেললে সে নিজে থেকে এই ব্যাপারটা বুঝতে পারবে?
মানুষজন যাতে লোকেশন ট্রাক করা বন্ধ করে না রাখে, এটা নিশ্চিত করতে হলে কয়েক ধরনের সমাধান হতে পারে –
১। সকল মোবাইল অপারেটর টাওয়ার এর ডাটা ব্যবহার করে কে কোথায় কখন অবস্থান করছে সেটা খুঁজে বের করা এবং আক্রান্ত রোগীর সাথে ক্রস ম্যাচিং করা। ম্যাস লেভেলে, সরকারী পর্যায়ে সহযোগিতা পেলে এটা সম্ভব। দুর্যোগকালীন সময়ের কথা চিন্তা করে এই ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে।
২। মানুষ যাতে নিজে থেকেই লোকেশন শেয়ার দেয়, সেজন্য সচেতনতা তৈরী করা। মানুষজনকে বুঝাতে হবে যে আপ্লিকেশন এর এই ফিচারগুলো চালু করে রাখাটা তার জন্য জরুরী। এই বুঝানোর জন্য আবার কয়েকটা ফ্যাক্টর ইউজ করা যেতে পারে –
২.১ সিচুয়েশনের ভয়াবহতা পাব্লিসাইজ করা (Fear Factor)
২.২ সবাই সোশ্যাল নেটওয়ার্কে এটা নিয়ে বলতেছে (Gaming Factor)
২.৩ অলরেডি যারা আক্রান্ত, অন্তত তাদের লোকেশন ট্রাজেক্টরির ভিজুয়ালাইজেশন ম্যাপ( Realisation Factor)
৩। ….
এইরকম আর কি কি উপায় হতে পারে ?
Leave a Reply